‘বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা করে সস্তা রাজনীতি করছে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বিএনপি- জামায়াত  ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা করে সস্তা রাজনীতি করছে। ভারতে সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক রয়েছে।’

শনিবার (২৯ জুন) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘তরুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সকল ভাবে সহযোগিতা করেছে। ভারতকে হেয় প্রতিপন্ন করে সস্তা রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরনার্থীদের খাওয়া-দাওয়ার খরচ মেটাতে তৎকালীন ভারত সরকার ভ্যাটের পরিমাণ বাড়িয়ে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছিলো।’

পরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির কথা সবকিছু আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগের পথচলার ৭০ বছরের ৫৬ বছরই ক্ষমতার বাইরে ছিলো। তবুও সবার জনপ্রিয়তায় শেখ হাসিনা সরকার এগিয়ে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জানি বঙ্গবন্ধু খুনিদের মধ্যে ৬ জনের রায় কার্যকর করা যায়নি। ১ জন বিদেশে থাকাকালীন মৃত্যুবরণ করেছে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ২ জনের অবস্থান আমরা পরিস্কার ভাবে জানি। এর বাহিরে ৩ জনের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আমি ব্যক্তিগত ভাবে বলেছি, যে আমি যতটুকু কাজ করি না কেনো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে। আমার সময়ের মধ্যে বা আওয়ামী লীগ সরকারের সময়ের মধ্যে যাদের অবস্থান নিশ্চিত করা গেছে তাদেরকে ফিরিয়ে ফাঁসি রায় কার্যকর করা না গেলে নিজেকে ব্যর্থ মনে করবো।’

এসময়ে উপস্তিত ছিলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.  হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,   ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক  আমিনুল ইসলাম আমিন প্রমুখ।