অবস্থার অবনতি, অক্সিজেন সাপোর্টে এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাকে ঢাকা সিএমএইচে হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

রবিবার (৩০ জুন) সন্ধ্যায় জাপা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, শনিবার পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়। কিন্তু আজ (রবিবার) সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়। ওষুধের পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সকালের পর অবস্থার আর অবনতি হয়নি। এমন চলতে থাকলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পরিবার প্রস্তুত রয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, ‌এ মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে।

জি এম কাদের জাপা চেয়ারম্যান এরশাদের জন্য নেতা-কর্মী এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

৯০ বছর বয়সী সংসদীয় বিরোধী দলীয় নেতার বস্থা সংকটাপন্ন হলে গত বুধবার (২৬ জুন) সকাল  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। কয়েক মাস ধরে হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে তাঁর জীবন।