পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যতো বেশি মানুষ পুঁজিবাজারে সম্পৃক্ত হবে, শিল্পায়ন ততো ত্বরান্বিত হবে উল্লেখ করে বিনিয়োগকারীদের জেনে-বুঝে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থনৈতিক ও বিনিয়োগ বিষয়ক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শক্তিশালী পুঁজিবাজার গঠনে ব্যক্তি বিনিয়োগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

‘বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ ও ‘এশীয় উন্নয়ন ব্যাংক’র যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।

রাজধানীর সোনারগাঁও হোটেলে চারদিনের সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি বলেন, বিভিন্ন মেগাপ্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে বিনিয়োগ সহযোগী পরিবেশ তৈরি হয়েছে। বাড়ছে, দেশি-বিদেশি বিনিয়োগ।

পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগকারীদের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বিনিয়োগের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর পুঁজিবাজারকে শক্তিশালী করবে বলে আশা করেন তিনি।