ফের সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

ফলোআপ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ১৪ জুলাই সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ছাড়বেন বলে  নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

তিনি জানান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ফলোয়াপ চিকিৎসা হবে।

এর আগে গত ৩ মার্চ ভোরে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। পরে এনজিওগ্রাম করে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।নিয়মিত হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

চিকিৎসা শেষে ২ মাস ১০ দিন পর গত ১৫ মে সন্ধ্যা ৬টার দেশে ফিরেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।