মহানগর আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নওফেলের

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‌‘সামনে সিটি নির্বাচন আসছে। বিএনপি জোট অংশ নিবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এ সময় কাউকে বাদ দিয়ে নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে চলতে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নওফেল বলেন, ‘দলের নেতাদের নামে সমালোচনা থাকলে সেটা আমরা দলীয় কার্যালয়ে বসে করব, বাইরে যেন বিষেদাগার না করি।’

১/১১ এর সরকারের সময় শেখ হাসিনার গ্রেপ্তারের স্মৃতিচারণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরীর ছেলে নওফেল বলেন, ‘আমার বাবাকে গ্রেপ্তার করে বান্দরবান জেলে পাঠিয়েছিল। নেত্রী শুরু থেকেই নজরবন্দী ছিলেন। আমরা যারা আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্য তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম নেত্রী গ্রেপ্তার হওয়ার পর। তবে আমাদের মনোবল ভাঙেনি।’

মহানগর আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা মহানগর আওয়ামী লীগের কাছে আমরা চিরঋণী। অল্প সময়ের মধ্যে তারা ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। ওই সময় নেত্রীর মুক্তির দাবতে দুর্বার আন্দোলন না হলে দেশে গণতন্ত্র আর আসতো কী না, তা বলা কঠিন ছিল। সেই দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে এ ধরনের ষড়যন্ত্র যেন না আসে, সে বিষয়টা চিন্তাভাবনা করতে হবে আমাদের। কারণ রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় এক থাকে না।’

নিরাপদ সড়ক আন্দোলনের সময় ষড়যন্ত্র হয়েছিল জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমাদের সাংগঠনিক সক্ষমতা গুছিয়ে আনতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সঙ্গে নিয়ে চলতে হবে।’