গণপিটুনি রোধে কঠোর অবস্থানে সরকার : কাদের

গুজব ও গণপিটুনির ঘটনায় সরকারের অবস্থান কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গুজব থেকে সারা দেশে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটছে। গুজব রটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। গণপিটুনির ঘটনায় অনেকের প্রাণ গেছে। গুজব রটানো এবং গণপিটুনির ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে আমার কথা হয়েছে, তারা কঠোরভাবে দমনের চেষ্টা করছে। দলীয়ভাবেও এগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। চিফ হুইপের মাধ্যমে এমপিদের সচেতনতামূলক সভা-সমাবেশের নির্দেশনা দেয়া হয়েছে।’

গুজব কারা রটাচ্ছে জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘গুজব কারা রটাচ্ছে, এর পেছনে কোনো চক্র আছে কি না সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। কাউকে ধরেই তো কঠোর শাস্তি দেয়া যায় না। আইনি প্রক্রিয়া তো আছে।’