খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে: বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না বলে দাবি তার।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি চান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামিনযোগ্য মামলায় খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। যথাযথ চিকিৎসার অভাবে তার স্বাস্থ্যঝুঁকি মারাত্মক অবস্থায় আছে। অবিলম্বে নেত্রীর মুক্তি চাই।

এর আগে, হাবিব-উন-নবী খান সোহেলের কারামুক্তি উপলক্ষে শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে সরকারের অপশাসনের বিরুদ্ধে শিগগিরই আন্দোলন শুরুর কথা জানান।

সব রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান বিএনপির এই মুখপাত্র।