দুধ নিরাপদ, নেই স্বাস্থ্যঝুঁকি: বিএআরসি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) জানিয়েছে, দেশে উৎপাদিত পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার স্বাস্থ্যঝুঁকি নেই। এ নিয়ে উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা নেই।

বুধবার সচিবালয়ে দুধ নিয়ে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল প্রকাশ করে একথা জানায় বিএআরসির পুষ্টি ইউনিট।

বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপন করেন। এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিতি উপস্থিত ছিলেন।

বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক বলেন, পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু ও সালফা ড্রাগ পাওয়া যায়নি। দেশে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই।

মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ- এই কোম্পানির দুধ পরীক্ষা করেছে বিএআরসি।