চামড়ার দাম নেই, মাটিতে পুতে ফেলা হচ্ছে : ফখরুল

দেশের অর্থনৈতিক ক্ষেত্রে নাজুক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘মানুষ চামড়ার দাম পাচ্ছে না। অনেকে ক্ষোভে-দুঃখে কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে তা পুতে ফেলছেন। চামড়া শিল্পে আজ ধস নেমেছে।’

আজ বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও তাতীঁপাড়ায় অবস্থিত তার বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছিল চামড়া ব্যবসায়ীদের। কেবল মাত্র দেশের চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের পূর্ব পরিকল্পিত কোনো নিয়ম-নীতি না থাকার কারণে চামড়া শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয় বলে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত তারা।’

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘চামড়া শিল্পেও সিন্ডিকেট চলছে। দুর্নীতিতে কারণে ব্যাংক সেক্টর হাবুডুবু খাচ্ছে। ব্যাংকে টাকা রেখে মানুষ টাকা তুলতে গেলে টাকা পায় না। আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে আর পরিশোধ করছেন না। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়াপনা পরিণত হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া এমন কিছু করেননি যে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।’ তিনি অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি, নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দী করে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবদল নেতা আবু তাহের দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।