বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া দল: ত্রাণ প্রতিমন্ত্রী

রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার (২৪ আগস্ট) সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির কোনো লাভ নেই তাদের আন্দোলন রাজপথে মোকাবিলা করা হবে।

আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও এসময় জানান তিনি।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরও অনেকে।