মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ আগস্ট)  সকাল সোয়া ১০টা থেকে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।

তবে মাহী বি চৌধুরীর স্ত্রী আশফাহ হককে তলব করা হলেও তিনি কমিশনে হাজির হননি।

দুদক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলের গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। যেখানে তাদেরকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ৭ আগস্ট হাজির না হয়ে সময়ের আবেদন করেন মাহী বি চৌধুরী। তার সময়ের আবেদনে ২৫ আগস্ট উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য ফের তলবি নোটিশ পাঠিয়েছিল দুদক।