রাষ্ট্রীয় সুবিধা চেয়েছি, সরকারি সুবিধা না: ব্যারিস্টার রুমিন ফারহানা

একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট চেয়ে আবেদন করেছেন। সংসদকে ‘অবৈধ’ বলে আসা এবং বর্তমান সরকারের তীব্র সমালোচক হিসেবে রুমিন ফারহানা পরিচিত। রুমিন ফারহানার প্লট চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

প্লট চেয়ে আবেদন বিষয়ে জানতে চাইলে আজ রোববার দুপুরে পলিটিক্স নিউজকে রুমিন ফারহানা বলেন, ‘এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। এটা কোনো সরকারের কাছে চাওয়া না। একজন সংসদ সদস্য হিসেবে আমি রাষ্ট্রীয় সুবিধার জন্য আবেদন করেছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়-গাড়ি, প্লট। আমি জানি তারা আমাকে এক কাঠাও দেবে না। তবু আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি। কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। তারা এতটা নিচে নামবে আমি চিন্তাও করতে পারিনি। অন্য অনেক সংসদ সদস্য আবেদন করেছে, তবে সরকার আমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবেদনের চিঠিটি ভাইরাল করেছে। বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরছে তারা।’

রুমিন ফারহানা বলেন, ‘মন্ত্রী–এমপি না হয়েও কিছুদিন আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করমুক্তভাবে গাড়ি আমদানি সুবিধা পেয়েছেন, সেই বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্যই আমার আবেদনের বিষয়টি ভাইরাল করা হচ্ছে। আমি তো এক সুতা জমিও পাইনি। তার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে।আমি কোনো অবৈধ কাজ করিনি।’

তিনি আরো বলেন, ‘আমার ফেসবুক এই মাসের ৬ তারিখে হ্যাক হয়েছে। আমি জিডি করতে চাইলেও থানা থেকে আমার জিডি নেয়া হয়নি। এই কারণে আমি আমার বক্তব্য তুলে ধরতে সমস্যায় পড়ছি।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো সাংসদ রুমিন ফারহানা গত ৯ জুন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। আর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে গত ৩ আগস্ট এ আবেদন করেন তিনি। জাতীয় সংসদের প্যাডে তিনি আবেদন করেন।

আবেদনে তিনি লিখেন, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো।

প্লট চাওয়া নিয়ে দল থেকে তাঁকে কিছু বলা হয়েছে কি না, তা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, দল থেকে এখন পর্যন্ত তাঁর কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়নি।