রংপুর-০৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণঃ জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রংপুর-০৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আমরা একটি মনোনয়ন বোর্ড গঠন করেছি। তারাই যাচাই-বাছাই করে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করবে। তাছাড়া রংপুর-০৩ আসনটি জাতীয় পার্টির। রংপুর-০৩ আসনে জয়ী হতেই জাতীয় পার্টি নির্বাচন করবে।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিরোধী দলীয় নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানী বাস্তবায়ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যৌথ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ৩১ আগষ্ট সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানীতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে। তিনিও সাংবাদিকদের বলেছেন, রংপুর-০৩ আসনটি জাতীয় পার্টির দূর্গ। তিনি আশা প্রকাশ করে বলেন, রংপুর-০৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীই বিজয়ী হবেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদিলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক- শামসুল হক, মোস্তাফিজুর রহমান নাঈম, হাজী নাসির উদ্দিন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, সম্পাদক হুমায়ুন খান, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম পাঠান, মহানগর নেতা আবু জাফর কামাল, হাজী সিরাজ, মাহফুজ মোল্লা, মোঃ ইব্রাহিম, মোঃ খলিল মোল্লা, হুমায়ুন কবির, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মামুনুর রহমান, রফিকুল ইসলাম, মানিক, নবুল্লাহ, মোতাহার হোসেন, আব্দুল বারেক, এস.এম. হাশেম, জহিরুল ইসলাম মিন্টু।