রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনের জন্য আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘রংপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে যারা প্রার্থী হতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি- আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি হবে। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন।’

রিজভী বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং মনোনয় ফরম জমা দেয়ার জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত রবিবার (০১ সেপ্টেম্বর) ওই আসনে উপনির্বাচনের এ তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে  গতকাল সোমবার (০২ সেপ্টেম্বর) নৌকা প্রতীকে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন তিন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল বুধবার (০৪ সেপ্টেম্বর) পর্যন্ত। আগামী ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।