এস ডি জি অর্জনেও সরকার নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ দৃষ্টান্ত স্হাপন করেছে, তেমনি ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সরকার নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের শক্তিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তরুণদের যুগোপোযোগী প্রশিক্ষণ ও কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রে যুবকদের সুস্থ বিনোদনের জন্য যুব বিনোদন কেন্দ্র থাকবে। যুব গবেষণা কেন্দ্রের মাধ্যমে তরুণদের উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করা হবে।

তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়েস বিডি ও ইয়ূথ ফর চেন্জ বাংলাদেশ আয়োজিত যুবদের নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রায় ৫৫ লক্ষ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তন্মোধ্য প্রায় ২২ লক্ষ যুবক আত্ন-কর্মসংস্হানে নিয়োজিত হয়েছে।যুবকদের মাদকমুক্ত ও জঙ্গিবাদমুক্ত রাখতে সুস্হ বিনোদন চর্চা করতে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রতিটি জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর লরা ক্রাডিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুনদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।