রংপুরে জাপার পার্থী ১ লাখ বেশি ভোট পাবে : রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাপা মনোনীত পার্থী অন্তত এক লাখ বেশি ভোটে নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আজ রোববার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে যৌথ সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাঙ্গা।

জাপা মহাসচিব বলেন, ‘রংপুর-৩ আসনটি ১৯৮৬ সাল থেকেই জাতীয় পার্টির। জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই আসনে বারবার নির্বাচিত হয়েছেন। আশা করছি, রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ জাপার প্রার্থীকে সমর্থন দেবে।’

রাঙ্গা বলেন, ‘রংপুর-৩ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জাপার প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদের পক্ষে ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে।’

জাপার এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। এই আসনে জাপার মনোনীত প্রার্থী অন্তত এক লাখ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ‘পল্লীবন্ধুর জীবদ্দশায় তার ভাতিজা আসিফকে দল থেকে বহিষ্কার করেছেন। তাই আসিফ এখন আর জাতীয় পার্টির কেউ না। গেল রংপুর সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে সামান্য সংখ্যক ভোট পেয়েছিলেন আসিফ। তাই রংপুর-৩ আসনের উপনির্বাচনে আসিফ কোনো আলোচ্য বিষয় নয়।’

বিভাগীয় সাংগঠনিক টিমের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাপার প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে বলেও জানান রাঙ্গা। এ সময় ঢাকা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, সদস্য সচিব আলমগীর সিকদার লোটন, বরিশাল বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সদস্য সচিব এমরান হোসেন মিয়া, সদস্য মিজানুর রহমান, সদস্য পার্টির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, খুলনা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সদস্য সচিব সুনীল শুভ রায়, সদস্য দিদার বখত, সিলেট বিভাগের সদস্য প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আতিকুর রহমান আতিক, সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সদস্য সচিব- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মেজবাহ, চট্টগ্রামের বিভাগের সদস্য সচিব প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সদস্য পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, রংপুর বিভাগের সদস্য প্রেসিডিয়াম সদস্য মো. আজম খান, সদস্য এস.এম. ফয়সল চিশতী, সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরী, এস.এম. ফখর উজ জামান জাহাঙ্গীর, ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সদস্য সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, রাজশাহী বিভাগ আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব আবদুর রশিদ সরকার, সদস্য ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, সদস্য পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, আন্তর্জাতিক সাংগঠনিক কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সদস্য পার্টির উপদেষ্টা মেজর (অবসরপ্রাপ্ত) আশরাফ উদ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।