ঢাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

আজ বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফর শেষে অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, আগস্টে ঘোষণা দিয়েছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে চলে এসেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমনও নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে, কিন্তু সারা দেশে এই ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তবে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে।

অনুষ্ঠানে পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্পের কথা জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গু নির্মূল এবং একটি স্থায়ী সমাধানের মধ্য দিয়ে কীভাবে ঢাকা শহরে মানুষের জীবনে নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত করা যায়, তার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন সিঙ্গাপুর সরকারের মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ এবং হেলথ ইনস্টিটিউটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি স্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা সর্বসম্মতিক্রমে একমত হয়েছি বলেও জানান মেয়র।