ছাত্রদলের নতুন কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, ছাত্রদলের নতুন কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে।

আজ শনিবার ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ফখরুল। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এ সময় ফখরুল গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। ভেঙে ফেলা হয়েছে সামাজিক কাঠামো। গত কয়েকদিনের অভিযানে প্রমাণিত হয়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ক্লাবে অভিযানের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগর থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানেই তারা আজকে যে ভয়াবহ আকারে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, এটা দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে।’

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তোলেন ফখরুল।

নতুন কমিটির সদস্যরা বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে বলেও ফখরুল আশা প্রকাশ করেন।