টেন্ডারবাজ-চাঁদাবাজরা সরকারি দলের হলেও ছাড় নয় : ওবায়দুল কাদের

টেন্ডারবাজ-চাঁদাবাজ যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্বৃত্তায়ন- দুর্নীতি চক্র ভেঙে দিতে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সেতুমন্ত্রী।

সারা দেশে ক্যাসিনো, মাদক নির্মূল অভিযানে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে সরকারের যে ভাবমূর্তি তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। দুর্নীতিচক্র ভেঙে দিতে হবে- এটা প্রধানমন্ত্রীর স্পষ্ট উচ্চারণ। টেন্ডারবাজি-চাঁদাবাজি যারাই করবে- তারা সরকারি দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে যেন কোনো আপস না হয়।’

তিনি আরও বলেন, ‘অপরাধী যত বড়ই হোক তাকে শাস্তি পেতেই হবে। অপরাধ ও দুর্নীতিচক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে।’

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির শাসনামলে অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন সেতুমন্ত্রী। এ সময় দুর্নীতি, মাদক,টেন্ডারবাজি-চাঁদাবাজি, খুন-ধর্ষণের বিরুদ্ধে শাস্তিুমূলক ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের নীতি ও কৌশলে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।