‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)। পুরস্কারটি গ্রহণ করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের (জিএভিআই) বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্ক্লে। পরে এক বক্তব্যে ড. এনগোজি অকোনজো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইর্য়ক রয়েছেন প্রধানমন্ত্রী।