আবরার হত্যায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: নাহিয়ান জয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়।

একই সঙ্গে ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ উঠার পর সাংবাদিকদের এ কথা জানান আল নাহিয়ান জয়।

এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।