ছাত্রদের প্রতিটি দাবির সাথে একাত্মতা ঘোষণা রিজভীর

‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড ইস্যুতে ছাত্রদের প্রতিটি দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ একাত্মতা ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস যখন আধিপত্যবিরোধী গগনবিদারী স্লোগানে উত্তাল তখন ছাত্রদেরকে নিরস্ত করতে সরকার নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। সরকার প্রধান ও মন্ত্রীরা নানা রকম বক্তব্য দিচ্ছেন। আবরারকে যে কারণে হত্যা করা হয়েছে সেদিক থেকে দৃষ্টি ফেরাতে মরিয়া হয়ে উঠছেন তারা।

দেশের মাটি, পানি, আকাশের স্বার্থে স্ট্যাটাস দেওয়ায় আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আবরারের স্ট্যাটাসের পেছনে কারণই ছিল দেশবিরোধী চুক্তির বিরোধিতা ও সত্য ইতিহাস তুলে ধরা। আর দেশবিরোধী চুক্তিটি করেছে সরকার। সুতরাং আবরার খুনের দায় সরকার এড়াতে পারে না। দেশবিরোধী চুক্তি বাতিল ছাড়া আবরারের আত্মা শান্তি পাবে না।’