শ্রম সহযোগিতা চুক্তির জন্য সিশেলস যাচ্ছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে আজ শনিবার চার সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য পূর্ব আফ্রিকার পর্যটন সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র সিশেলস যাচ্ছেন।

মন্ত্রী আগামীকাল রোববার বিকেলে সিশেলস্থ বাংলাদেশ কম্যুনিটির সঙ্গে মতবিনিময় করবেন। তিনি পরশু সিশেলসের উপরাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর তিনি সিশেলসের কর্মসংস্থান, ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি টেকনিক্যাল মিটিং সম্পন্ন করে বাংলাদেশ-সিশেলস শ্রম সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রতিনিধিদলে মন্ত্রীর সঙ্গে আরও রয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফজলুল করিম, উপসচিব মোহাম্মদ শাহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপসচিব) ডি এম আতিকুর রহমান।

আগামী ২৩ অক্টোবর রাতে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে