২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বন্ধ দুয়ার অবশেষে খুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দীর্ঘ ৯ বছর পর নতুন করে সারা দেশের দুই হাজার ৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।

আজ বুধবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ ছিল।