ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমরণ অনশনে বিবাহিতরা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে সংগঠনটির বিবাহিত নেতারা।

বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনশন শুরু করেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক আশরাফ জালাল খান মনন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক মাইনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মাতিস ইসলাম,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ ভদ্র, মো. ফরিদ হোসেন খান, ছাত্রদল নেতা এইচ এম রাশেদ, কামাল আহমেদ, মো. সানোয়ার আলম, মুজাহিদুর রহমান, মাহমুদুল আলম শাহিন, মো. শহিদুল ইসলাম মল্লিক, সাইফুজ্জামান সাইফুল, এম এ আশিক, নিজামুদ্দিন, নুরুল আলম আল আলামিন, শফিউল আলম প্রমুখ।

গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে ওই কাউন্সিলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছিল। একটি হলো- বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না, অন্যটি প্রার্থীরা কাস্টিং ভোটের ১০ শতাংশ না পেলে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন না। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৮ প্রার্থী অংশগ্রহণ করলেও মাত্র ছয়জন ১০ শতাংশের বেশি ভোট পান।