খোকার কুলখানির তারিখ পরিবর্তন

বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি রোববারের পরিবর্তে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

শনিবার বিএনিপর সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মরহুম সাদেক হোসেন খোকার কুলখানি রোববারের (১০ নভেম্বর) পরিবর্তে আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) বাদ আসর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।’

‘ওইদিন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনদের কুলখানিতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।’

গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুর ১টায় ইন্তেকাল করেন সাদেক হোসেন খোকা।

৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর জুরাইন কবরস্থানে মা সালেহা খাতুন ও বাবা এম এ করীমের কবরের পাশে তাকে শায়িত করা হয়।

২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।