‘খালেদা জিয়া ছেড়ে এবার পেঁয়াজে আশ্রয় নিয়েছে বিএনপির রাজনীতি’

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেষ পর্যন্ত তাদের রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী ঐক্য জোট আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে বিএনপি সোমবার সারাদেশে বিক্ষোভ করবেন। আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ শেষ পর্যন্ত তাদের রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বের করে এনে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছে।’

পেঁয়াজের দাম কমে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘কারা এই পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে যুক্ত, তা বের করতে গোয়েন্দারা মাঠে নেমেছে। যারা এই পেঁয়াজের মূল্য বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। মানুষকে জিম্মি করে এভাবে ভোগ্যপণ্যের দাম বাড়ানো কোনোভাবেই ব্যবসার নীতি হতে পারে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাওলানা ভাসানীর ক্ষমতার জন্য কোনো লোভ ছিল না। কিন্তু তার কিছু অনুসারীর এরকম অধঃপতন সত্যি আমাদের পীড়া দেয়। বিএনপির অনেক বড় বড় নেতা যারা মন্ত্রী ছিলেন, যারা আজকে স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান অনেকেই আছেন যারা মাওলানা ভাসানীর দল করতেন। তার অনুসারী ছিলেন। তারা ক্ষমতার জন্য জিয়াউর রহমান যখন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিলেন, তখন সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য, দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট বলরাম পোদ্দার, ভাসানী ঐক্য জোটের সভাপতি এম এ ভাসানী প্রমুখ।