যত চাপ থাকুক সড়কে অনিয়ম বন্ধ করা হবে : কাদের

পরিবহন মালিক-শ্রমিকদের হুমকি কিংবা চাপ আসলেও সড়কে অনিয়ম বন্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের হুমকিতে কিংবা যত চাপ আসুক না কেন সড়কে অনিয়ম বন্ধ করা হবে।’

দুর্ঘটনা কমানোর উদ্দেশে সড়ক আইন কঠোর করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং দুর্ঘটনা কমানো। নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।’

তবে আইন প্রয়োগকারীদের পক্ষে কোনো প্রকার হয়রানি বা বাড়াবাড়ি যেন না করা হয় সেদিকে সরকার সচেতন রয়েছে বলেও জানান তিনি। এ সময় পরিবহন মালিকদের আইন মেনে চলার অনুরোধও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়ক আইন বাস্তবায়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আইন বাস্তবায়ন করতেই হবে। এটা পার্লামেন্টের আইন, বাস্তবায়ন করতে হবে। আমি তাদের কাছে অনুরোধ করব সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে এই আইনটি বাস্তবায়ন তাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন।’