‘শুদ্ধি অভিযানে’ সর্বাত্মক সহযোগিতা করবে যুবলীগ: পরশ

সন্ত্রাস-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানে’ যুবলীগ সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনটির নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রবিবার (২৪ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সঙ্গে যুবলীগের নতুন সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলসহ অসংখ্য নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

যুব সমাজকে ‘রাজনীতিমুখী’ করার পাশাপাশি যুবসমাজের উন্নয়নে সততার সঙ্গে কাজ করতে চান বলেও জানান নতুন চেয়ারম্যান।

এদিন প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক। এর পর সংগঠনের অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে সাংবাদিকদের পরশ বলেন, ‘যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি।’

এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সাধারণ সম্পাদক। তিনিও নতুনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর পর ধানমন্ডি থেকে যুবলীগের নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক যান বনানী কবরস্থানে। সেখানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।