এনবিআর জুলাইয়ে দিতে চাইলেও ইএফডি মেশিন এখনো আসেনি : অর্থমন্ত্রী

নতুন আইনে ভ্যাট আদায়ে দোকানে দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর কাজ গত জুলাইয়ে শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো তা বাংলাদেশে পৌঁছায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাকে কিন্তু জানানো হয়েছে জুলাই মাসের ১ তারিখ থেকে মেশিনগুলো সরবরাহ করা হবে। কিন্তু দুঃখজনক হলো, এখনো আমরা মেশিনগুলো পাইনি। আমি আশা করি এখন মেশিন আসবে, বসবে, এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই মেশিন সরবরাহ করা হবে।’

রাজস্ব আয় নিয়ে উদ্বেগের কিছু আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আয়কর খাতে রাজস্ব অনেক বেড়েছে। ট্যাক্স রেভিনিউ কম আছে। তবে নির্ধারিত সময়ে সেটা আমরা পূরণ করতে পারব। বছরের শেষে আমরা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে সেটা অর্জন করতে পারব।’

গত তিন মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধিটা বেশি হচ্ছে না, তবে সেটা হবে। গ্রোথ হওয়ার মূল জায়গা হচ্ছে ভ্যাট। কিন্তু ভ্যাট আদায়ের জন্য আমরা এখনো মেশিনই বসাতে পারিনি। মেশিন বসালে আমরা জনবল দিতাম, তারপর সংগ্রহ করতাম।’

এনবিআর চেয়ারম্যানের মেশিন দিতে না পারাটা আপনার না পারা হিসেবে গণ্য হবে কি না এমন প্রশ্ন করা হলে মুস্তফা কামাল বলেন, ‘আমি অস্বীকার করছি না।’

মন্ত্রী আরও বলেন, ‘হতাশাজনক কোনো জিনিস বাংলাদেশে নেই। বছর শেষে প্রত্যেকটা খাতেই সফলতার স্বাক্ষর থাকবে। প্রথম ছয় মাসে রাজস্ব যতটা লস করব, পরের ছয় মাসে সেটা আদায় করে নেব।’