আন্দোলনের নামে নৈরাজ্য হলে পাড়া-মহল্লায় প্রতিরোধ: নাসিম

মোহাম্মদ নাসিম

বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে পাড়া-মহলায় প্রতিরোধ করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির একদফা আন্দোলনের হুঙ্কার দিয়ে অন্য দফা চক্রান্ত করে। আন্দোলনের নামে যদি কোনও বিশৃঙ্খলা করা হয় তাদের জবাব দেয়ার জন্য ১৪ দল ও আওয়ামী লীগ মাঠে থাকবে।’

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটশন মিলনায়তনে সাবেক মেয়র হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী ও চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সুপ্রিম কোর্টকে যারা হুমকি দেয়, তাদের জানিয়ে দিতে চাই- আইন আইনের গতিতে চলবে, আদালত তার নিজস্ব গতিতে চলবে। কারো হুমকিতে আইনের কার্যক্রম থেমে যাবে না। আদালতে সরকারের কোনও ধরনের হস্তক্ষেপ নেই। আদালত স্বাধীন ভাবে নিজস্ব গতিতে চলছে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপিই রাজনীতিতে সন্ত্রাসীদের আশ্রায়-প্রোশয় দিয়েছে। তারা সন্ত্রাসীদের লালন করে সকল হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে চেয়েছিলো। বিএনপির কোনও রাজনৈতিক ইস্যূ নেই। তাই তারা প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছে। এছাড়া বিএনপির আমলে কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। তার সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। তাই বিএনপির মুখে সন্ত্রাসের অভিযোগ মানায় না।’

এসময়ে আওয়ামী লীগের কর্মীদের বিষয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘দুঃসময় যারা দলের জন্য কাজ করেছে তারাই দলের প্রকৃত কর্মী। আওয়ামী লীগের দুঃসময়ে যেসব কর্মী দলের পাশে থেকে জীবনবাজি রেখে দলের জন্য কাজ করেছেন তারাই প্রকৃত কর্মী।’