‘খালেদার জামিন না হলে আন্দোলন আদালত অবমাননা’

খালেদা জিয়ার জামিন না হলে আদালতের সেই রায়ের বিরুদ্ধে বিএনপি যদি রাজপথে নামে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ পরিদর্শন করতে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে? জামিন দেওয়ার এখতিয়ারতো আদালতের। জামিনের এখতিয়ারতো সরকারের না।

তিনি বলেন, বিএনপির বক্তব্যে এটাই প্রমাণিত হয়, তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না। আদালতের রায়ের বিরুদ্ধে তারা যদি রাজপথে নামে সেটাতো আদালত অবমাননা হবে। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কী পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়।

আওয়ামী লীগের সম্মেলনে নতুন নেতৃত্ব তৈরি হয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলন সব সময় শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই নয়, দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে নতুন রক্ত সঞ্চালিত হয়।