খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পরিবারের সদস্যরা

গুরুতর অসুস্থ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখা করবেন পরিবারের সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় এ সাক্ষাৎ হবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, আজ বিকেল ৩টায় অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে ও খোঁজ খবর নিতে তার সঙ্গে দেখা করবেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া। সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত মিলিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে এখন ১৭টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।