‘বিএনপি-জামায়াত অনেক রাজাকারের রেকর্ড সরিয়েছে’

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অনেক রাজাকারের রেকর্ড সরিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপি জোট যখন ক্ষমতায় আসেন তারা অত্যন্ত সচেতন ছিলেন। তারা সুকৌশলে ৭১’র রাজাকার-আলবদরের সেই সমস্ত রেকর্ডপত্র সরিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু রেকর্ড খোয়া গেছে বলে আমাদের ধারণা হয়েছে। তবে যে তালিকাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্ধার করতে পেরেছি, সেইটুকুই আজ আমরা প্রথম ধাপে প্রকাশ করেছি।’

এ সময় প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করার কথা জানান মোজাম্মেল হক। তিনি বলেন, ভবিষ্যতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধিনতাবিরোধীরা রাজাকার-আল বদর নামে সশস্ত্র বাহিনী গঠন করে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছিল। চলতি বছরের ১৬ ডিসেম্বরের আগে তাদের নামের তালিকা প্রণয়ন করা ছিল আমরা প্রতিশ্রুতি। সংসদেও এ বিষয়ে কথা বলেছিলাম। এরই আলোকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।’

রাজাকারদের নাম-পরিচয় নতুন প্রজন্মকে জানানোর জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।