ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হোক চাই না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাইলেটারেল রিলেশন খুব ভালো। ইতিবাচক সম্পর্ক আছে। এ সম্পর্কে কোনও টানাপোড়েন সৃষ্টি হোক সেটা আমরা চাই না।’

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটা স্বার্বভৌম দেশ, স্বাধীন দেশ। ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয়, লোকসভা কিংবা রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।’

তিনি আরও বলেন, ‘যদি কোনও সমস্যা হয় তাহলে আমরা আলাপ-আলোচনা করে সমাধান খুঁজে নেবো। ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে।’

আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন কাদের।

তিনি জানান, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখার জন্য শৃঙ্খলা উপকমিটির ২ হাজার লোক দায়িত্ব পালন করবে। স্মরণকালের সর্ববৃহৎ সম্মলেন হবে। শৃংখলার দিক থেকেও স্মরণীয় হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উপকমিটির সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।