১ জানুয়ারি থেকে অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে অভিযান

অবৈধ ক্যাবলবিহীন স্যাটেলাইট চ্যানেল সংযোগের (ডিরেক্ট টু হোম- ডিটিএইচ) বিরুদ্ধে অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩৬ গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের ঘোষণায় এ অভিযান ১৫ ডিসেম্বর শুরু হবে জানালেও বিজয়ের মাস বিবেচনায় তা পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ ডিটিএইচের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর ৭০০ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।’

অবৈধ ডিটিএইচ চালানোর শাস্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয়বার একই অপরাধ করলে তিন বছরের জেল বা এক লাখ থেকে দুই লাখ জরিমানা বলেও জানান তথ্যমন্ত্রী।