মনোনয়ন নিতে গিয়ে ‘আবেগাপ্লুত’ মেয়র খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপেরশন (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় সাঈদ খোকন বলেন, ‘আজকে রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে। এ কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবক হিসেবে মান্য করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ, পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই, পিতাকে হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার জন্য তিনি যা ভালো মনে করবেন; তিনি সেটাই করবেন।’

গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের দাবি করে মেয়র বলেন, ‘আমি অনেক কাজ করেছি। কিছু কাজ এখনও বাকি আছে। আমি যেন বাকি কাজগুলো শেষ করতে যেতে পারি।’

সাঈদ খোকন বলেন, ‘আজকে ঢাকাবাসীর কাছে দোয়া চাই, এবং বলতে চাই- আমি কখনও কর্তব্যে অবহেলা করিনি। আজকে এই কঠিন সময়ে দেশের মানুষ যদি আমার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ্ আগামী ৫ বছর আমি তাদের পাশে থাকবো।’

এদিন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সাঈদ খোকনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল আওয়াল শামীম, জিএম মাসুদুল হাসান এবং মো. আলাউদ্দিন।

এর আগে গতকাল বুধবার ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নুর তাপস ও ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম।