উত্তরের প্রার্থী আতিক, দক্ষিণে তাপস

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরের মেয়র পদে আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র পদে ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উত্তরে ৫৪ জন ও দক্ষিণে ৭৫ জন কাউন্সিলের নাম ঘোষণা করা হয়।

ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা-

১/ আক্তার উদ্দিন, ২/ আলহাজ্ব কদম আলী মাতব্বর, ৩/ মোহাম্মদ জিন্নাদ আলী মাতব্বর, ৪/ জামাল মোস্তফা, ৫/ আব্দুর রব নান্নু, ৬/ সালাহউদ্দিন রবিন, ৭/ তোফাজ্জল হোসেন, ৮/ আবুল কাসেম, ৯/ মুজিব সারোয়ার মাসুদ, ১০/ আবু তাহের, ১১/ দেওয়ান আবুল মান্নান, ১২/ মুরাদ হোসেন, ১৩/ হারুনুর রশিদ, ১৪/ মফিজ উদ্দিন, ১৫/ সালেক মান্নান, ১৬/ মতিউর রহমান, ১৭/ ইসহাক মিয়া, ১৮/ জাকির হোসেন, ১৯/ মফিজুর রহমান, ২০/ জাহিদুর রহমান, ২১/ মাসুম গনি, ২২/ লিয়াকত আলী, ২৩/ সাখাওয়াত হোসেন, ২৪/ শফিউল্লাহ, ২৫/ আব্দুলাহ আল মঞ্জু, ২৬/ শামিম হোসেন, ২৭/ ফরিদুর রহমান খান, ২৮/ তুষার হোসেন, ২৯/ নুরুল ইসলাম অতন, ৩০/ আবুল হাসেম হাসু, ৩১/ আলেয়া সারোয়ার ডেইজি, ৩২/ সৈয়দ হাসান মিনিস্টার, ৩৩/ আসিফ আল মামুন, ৩৪/ শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী, ৩৫/ মমতাজ সরদার, ৩৬/ তরুণ রেজা খোকন, ৩৭/ জাহাঙ্গীর আলম, ৩৮/ শেখ সেলিম, ৩৯/ শরিফ শফিকুল ইসলাম, ৪০/ নজরুল ইসলাম ঢালি, ৪১/ আব্দুল মতিন, ৪২/ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪৩/ শরিফুল ইসলাম ভূঁইয়া, ৪৪/ মোহাম্মদ শফিকুল শফি, ৪৫/ জয়নাল আবেদিন, ৪৬/ সাইদুর রহমান সরকার, ৪৭/ মোতালেব মিয়া, ৪৮/ ইমতিয়াজ মাসুদুজ্জামান, ৪৯/ শফিউদ্দিন মোল্লা, ৫০/ বি এম শামিম, ৫১/ শফিকুর রহমান, ৫২/ ফরিদ আহমেদ, ৫৩/ মোহাম্মদ নাসির উদ্দিন, ৫৪/ জাহাঙ্গীর হোসেন।

ওবায়দুল কাদের বলেন, উত্তরে ১৮ ও দক্ষিণে ২৫ জন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন। তবে তাদের বিষয়ে রোববার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবীর কাওসার, শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উত্তরের মনোয়ন পাওয়া আতিকুল ইসলাম ও দক্ষিণে মনোনয়ন পাওয়া ব্যরিস্টার ফজলে নূর তাপস, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ জানুয়ারি যাচাই-বাছাই এবং ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন। পরের দিন (১০ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।