নেত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নিলাম: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। রাজনীতিতে আমার বাবাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমি বলেছিলাম, আমার নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমার নেত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেছেন তিনি আমার জন্য সেটা করেছেন। আমি খুশি মনে বলতে চাই আলহামদুল্লিাহ।

সোমবার নগর ভবনে ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন৷

সাঈদ খোকন আরও বলেন, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিন যাকে ইজ্জত দান করেন, যাকে অপমানিত করেন-সমস্ত ক্ষমতা ও সমস্ত কর্তৃত্ব মহান রাব্বুল আলামিনের। আমি আবারও বলছি আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা আমি খুশি মনে, হাসি মনে মেনে নিয়েছি। তিনি যেটা আমার জন্য ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন-তিনি সেটা করেছেন।