আ. লীগের সাংগঠনিক সম্পাদক হলেন শফিক, ৮ বিভাগে দায়িত্ব বন্টন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বগুড়ার সাখাওয়াত হোসেন শফিককে। বুধবার (৮ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শফিককে এই পদে নির্বাচিত করেন।

এরমধ্যে দিয়ে দলের আটটি সাংগঠনিক সম্পাদক পদ পূর্ণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক পলিটিক্স  নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৮ বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বও বন্টন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আহমদ হোসেনকে চট্টগ্রাম, বি এম মোজাম্মেলকে খুলনা, এস এম কামাল হোসেনকে রাজশাহী, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুর,  মির্জা আজমকে ঢাকা, আফজাল হোসেনকে বরিশাল, শফিকুর রহমান শফিককে সিলেট ও শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নবমবারের মতো দলের সভাপতি হলেন শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের।

এবারের সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রী সভায় থাকা তুলনামূলক তরুণ আওয়ামী লীগে নেতারা দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন।