সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন : পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা নিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশই উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ রোববার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ  উদ্বেগের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ও ভারত সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। সীমান্তে মৃত্যুর বিষয়ে অন্যদের মতো ভারতও উদ্বিগ্ন। সীমান্তে যাতে একজনও মারা না যায়, সে ব্যাপারে ভারত অঙ্গীকার করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, সীমান্ত হত্যা ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন।’

সীমান্তে হত্যার বিষয়ে উদ্বেগ জানিয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে সীমান্তে মৃত্যুর বিষয় নিয়ে আবারও আলোচনা হয়েছে।’

সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারত নিজেদের অবস্থান মেনে চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরি শিক্ষার্থীদের বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে না, এটি সত্য নয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) খুরশেদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।