‘নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি’

‘বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে’- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের এমন অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকায় গণসংযোগকালে এ বিষয়ে কথা বলেন আতিকুল।

আতিকুল বলেন, ‘আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করছি। বিরোধীপক্ষকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আমি আজও এখানে আসার সময় পথেই দেখলাম ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাওয়া হচ্ছে। কই আমরা তো বাধা দিইনি।’ তিনি বলেন, ‘বিরোধীপক্ষ অতীতেও মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, উন্নয়নের গিয়ার। জনগণ নির্বাচিত করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সচল ঢাকা গড়ব।’

বিরোধীপক্ষ মিথ্যাচার করছে অভিযোগ করে আতিকুল বলেন, ‘আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই। যার ভোট সে দেবে। আমরা মানুষের ঘরে ঘরে যাবো। নৌকার পক্ষে সবাই ভোট চাইব। আমি উপ-নির্বাচনে জয়ী হয়ে ৯ মাস কাজ করেছি। গত ৯ মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ঢাকা গড়বো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।