ইভিএমে কোনও ত্রুটি নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হবে: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আমি ইভিএম দেখেছি। এতে কোনও ত্রুটি নেই।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

রবার্ট মিলার বলেন, আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।