বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী পক্ষ বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ১১ নং ওয়ার্ড থেকে ১৯তম দিনের মতো নৌকার গণসংযোগে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাপস বলেন, ‘শঙ্কিত হয়ে বিএনপি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। আমরা এর নিন্দা জানাই। আমরা ধৈর্য ও সহনশীলতার সাথে এগুচ্ছি। আমরা নির্বাচন কমিশন ( ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখাতে কঠোর হস্তে ব্যবস্থা নিবে। যাতে ভোটার এসে ভোট দিতে পারে।’

ঢাকা-১০ আসনের সাবেক এমপি বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের বলে দিয়েছি- শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় রাখে, এমন কোনো কাজ করা যাবে না যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। বিরোধী পক্ষ গায়ে পড়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাঁয়তারায় ব্যস্ত। আমি অবাক হয়েছি একজন মেয়র প্রার্থী কীভাবে একজন কাউন্সিল প্রার্থীর অফিসে হামলা চালায়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চমকপ্রদ কিছু বলছি না। বাস্তবমুখী প্রতিশ্রুতি দিচ্ছি। আইনি কার্যাবলীতে যা যা করা যাবে তাই আমরা বলছি। আমাদের ঐতিহ্যের ঢাকা, উন্নত, সুন্দর ও সুশাসিত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আগামীকাল ইশতেহারে তারই বিস্তারিত বিবরণ থাকবে। নৌকার উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী গ্রহণ করেছে। ঢাকাবাসী ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’

বিএনপি প্রার্থী ইশরাকের ইশতেহার দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ তাপস বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে ইশতেহার আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক তারা দিয়েছে। এটা তারা দিতে পারে।’