সব নির্বাচনে সহিংসতা হয়, এবার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে। তবে আজকের হরতালের প্রসঙ্গে এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এর একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি।

গতকালের ভোটে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তবে বিষয়টি নিয়ে দল আরও বিশ্লেষণ করবে বলে জানান তিনি।