৩ আসনে উপনির্বাচন: কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন, জানা যাবে সন্ধ্যার পর

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে কারা বিএনপির দলীয় মনোনয়ন পাচ্ছেন- সেটি সন্ধ্যার পর জানা যাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক দলটির সংসদীয় কমিটির নেতাদের অনুষ্ঠিত হবে। সেই বৈঠক থেকেই উল্লিখিত তিন আসনে ধানের শীষের প্রার্থী কারা হচ্ছেন সেটি চূড়ান্ত করা হবে।

চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে জানিয়েছেন, ওই বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। এর পরই তিন আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই তিন আসনের জন্য বিএনপি থেকে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি একক প্রার্থী হিসেবে ফরম কিনেছেন। বাগেরহাট-৪ আসনে ফরম সংগ্রহ করেছেন মোট ৪ জন আর গাইবান্ধা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী আছেন ৩ জন।

এরইমধ্যে ঢাকা-১০ আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন ও গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুমকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা যান। এর পর গত ১০ জানুয়ারি মারা যান বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বতার কারণে গত ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন শেখ ফজলে নূর তাপস।