খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার বন্দীদশা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’ আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপির বিভিন্ন নেতার বক্তব্যে খালেদা জিয়ার স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে তাদের মধ্যে যে মতভেদ, সেটিই প্রকাশ পাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এতে মনে হয়, তারা বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেই এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করেই রাজনীতিটা করতে চায়। তাদের কথাবার্তায় এটিই মনে হয়, বেগম জিয়ার মঙ্গল খুব একটা তারা চায় না।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলোর কোনো কথা বলেন নাই। পরিবারের পক্ষ থেকে শুনি, পত্র-পত্রিকাতেও দেখেছি, বেগম জিয়াকে প্যারোলো মুক্তি দিতে হবে। যদিও এ ব্যাপারে কোনো আবেদন করা হয় নাই। মির্জা ফখরুল সাহেব একবার বলেন, তারা আইনের মাধ্যমে মুক্তি লাভ করতে চান। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে যদি অপরাজনীতি না থাকতো, বাংলাদেশ গত ১১ বছরে আরও বহুদূর এগিয়ে যেতে পারতো। ’

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক পিলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।