লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রতারিত হবে না : শ ম রেজাউল করিম

টেলিভিশন ও পত্রিকার লোভনীয় বিজ্ঞাপন দেখে বাড়ি, প্লট বা ফ্ল্যাট কিনে প্রতারিত না হতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল মঙ্গলবার রাতে আরব আমিরাতের আবুধাবিতে সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন মন্ত্রী। গত ৮ ফেব্রুয়ারি দশম ওয়ার্ল্ড আরবান ফোরাম সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে আবুধাবি আসেন সরকারের সাবেক গৃহায়ণ ও গণর্পূত মন্ত্রী শ ম রেজাউল।

এ সময় প্রবাসীরা বাড়ি, প্লট এবং ফ্ল্যাট কিনে প্রতারিত হচ্ছেন, এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আশা করা যায় কী না প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘যাচাই বাছাই না করে বাড়ি, প্লট বা ফ্ল্যাট কেনার কারণে প্রবাসীরা প্রতারিত হচ্ছেন। আমি বলবো টেলিভিশন ও পত্রিকার লোভনীয় বিজ্ঞাপন দেখে বাড়ি, প্লট বা ফ্ল্যাট কিনবেন না। যাচাই বাছাই করে কিনবেন। প্রয়োজন মন্ত্রাণালয়ের সহযোগিতা নেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করবো।’

রাজধানীর বিভিন্ন জায়গা সরকারি প্লট বা ফ্ল্যাট বরাদ্দ চলছে। এসব ফ্ল্যাট বা প্লটগুলোতে প্রবাসীদের জন্য ১৫% কোটা রয়েছে। প্রবাসীদেরকে সেখান থেকে কেনার অনুরোধ করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এ সময় টেলিভিশন ও পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারীদের বিরেুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন শ ম রেজাউল। বলেন, ‘প্রবাসীদের সাথে প্লট বা ফ্ল্যাট বিক্রির নামে যারা প্রতারণা করেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না।’

প্রবাসীদের ভিসা সমস্যা সমাধানের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বার বার আমিরাত সফর করার কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক বিরাজ করছে। অল্প সময়ে মধ্যে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধান করা হবে।’

আবুধাবীতে অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড আরবান ফোরাম সম্মেলন বাংলাদেশের জন্য অনেক সফলতা বয়ে আনবে বলেও আমাদের সময়কে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ নানা বিষয়ে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা তুলে ধরা হয়েছে।’

জাতিসংঘের ১৬০টি দেশ এবারের সম্মেলনে অংশ গ্রহণ করে। দেশগুলো বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেও জানান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।