খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করে প্রতিক্রিয়া: ফখরুল

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বিষয়টি ইতিবাচকভাবে কিনা তা দলীয় ফোরামে আলোচনা করে জানাবেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্তটা ভালোভাবে দেখতে হবে। শর্তসাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত বিষয়টি- ইতিবাচকভাবে দেখা যায় কিনা আলোচনা করে বলতে পারব।’

করোনাভাইরাসের সংক্রমণ ও খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেতাকর্মীদের বলব আপনারা শান্ত থাকবেন। স্বাস্থ্যের দিকে যত্নবান হবেন।’

খালেদা জিয়ার মুক্তি হচ্ছে- এমন খবর প্রকাশিত হওয়ার পর পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে চলে যান। সেখানে তার সঙ্গে কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরাও অবস্থান করছেন।