নতুন আরও ২ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বা আমরা করতে পেরেছি। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জন করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। সুখবর হলো যে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।’

আক্রান্ত দুই রোগী সম্পর্কে তিনি বলেন, ‘আক্রান্ত দুজনই পুরুষ। একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।’

তারা কীভাবে আক্রান্ত হলেন এমন এক প্রশ্নে আইইডিসিআরের এ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের কন্টাক্ট ট্রেসিং পাইনি, ইনভেস্টিগেশন চলছে।’

এ  সময় তিনি বলেন, ‘করোনাভাইরাসে চিকিৎসা করার জন্য অনেক স্বেচ্ছাসেবী চিকিৎসক প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে ১২ হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনা চিকিৎসায় ঢাকায় চারটি, ঢাকার বাইরে ছয়টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি হাসপাতাল প্রস্তুত হচ্ছে।’

এ সময় ডা. মো. হাবিবুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যেক উপজেলা থেকে ২টি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জনদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি। আশা করি আগামীকালের মধ্যে ১ হাজার নমুনা পরীক্ষা করতে পারব।’